বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। মঙ্গলবার বিকেল শহরের নবাববাড়ী রোড দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক কে.এম খায়রুল বাশার, শহিদ উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসরাম স্বাধীন, আহসানুল হক তৈয়ব জাকির, লাভলী রহমান, শেখ তাহা উদ্দিন নাঈন, নাজমা আক্তারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
সমাবেশে বক্তারা বলেন, গ্রেফতার ও হামলা করে আন্দোলনকে দমানো যাবে না।
বিডি প্রতিদিন/এএম