গঠতন্ত্রের অবৈধ সংশোধনের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৮ ডিসেম্বর নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক সমিতি নির্বাচন বর্জন করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় স্বাধীনতা শিক্ষক সমিতির সভাপতি আবদুল্যাহ আল মামুন জানান, কোন ধরনের রেজুলেশন ও এজিএম মিটিং ছাড়া ৪ জনকে কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়েছে। এটা অগণতান্ত্রিক। এজন্য আমরা ১৮ তারিখের নির্বাচন বর্জন করলাম।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি (আওয়ামী লীগ সমর্থিত নীল দল) নেওয়াজ মোঃ বাহাদুর অভিযোগ অস্বীকার করে বলেন, সাধারণ সভায় সংখ্যা গরিষ্ঠ শিক্ষকদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, মিটিং হয়েছে, কেউ এর প্রতিবাদও করেনি এবং গত ৭ ডিসেম্বর তফসিলও ঘোষণা করা হয়েছে। তাদের লোকজন কম থাকায় তারা এখন ভ্যাটো দিচ্ছে। তাদের এ অভিযোগ সঠিক নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মোঃ সাইফুল ইসলাম জানান, এজিএম সভায় ৪ জনের নাম উঠানো হয়েছে এবং নিয়ম মোতাবেক হয়েছে বলে তিনি দাবি করেন।
বিডি প্রতিদিন/এএ