পঞ্চগড়ে আসন্ন বোদা পৌরসভা সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর ও বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রমুখ।
আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সবাইকে নির্বাচনী বিধিনিষেধ মেনে চলার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা, নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বোদা পৌর নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ২৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/এমআই