সাভারের আশুলিয়ার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যহতি চেয়েছেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী সুমন আহম্মেদ ভুঁইয়া। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জামগড়ার নিজ বাসভবনের এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার পিতার মৃত্যুর পর থেকে শারীরিক ও মানসিকভাবে আমি বিপর্যস্ত। ফলে বর্তমানে দলীয় কার্যক্রম পরিচালনা করা আমার পক্ষে সম্ভব নয়।
গত ১০ ডিসেম্বর পদ থেকে অব্যাহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছি। এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো, হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবো । আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪৭ (১১) ধারা মোতাবেক আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভুঁইয়াকে দল হতে বহিষ্কার করা হয়েছে। অব্যাহতির আবেদনপত্র রিসিভ করে কেন বহিষ্কার? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অব্যাহতি পত্র রিসিভ করা হয়েছে সত্য। তবে দল তার আবেদন পত্র গ্রহণ করেননি। দল তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ