পটুয়াখালীর কলাপাড়ায় মৌসুমী ব্যবসায়ীরা রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করছেন লাল-সবুজের জাতীয় পতাকা। বিজয়ের মাস এলেই শহর থেকে গ্রামে হাট বাজারে দেখা মেলে এসব পতাকা বিক্রেতাদের।
শুধু পতাকা নয়, হাতে ও মাথায় বাঁধার মতো লাল-সবুজ ব্যাজও বিক্রি করেন তারা। তাদের অধিকাংশই ফরিদপুর, মাদারিপুর ও গোপালগঞ্জ এলাকার বাসিন্দা। বিশেষ কোনো দিনে তারা এ এলাকায় পতাকা বিক্রি করতে আসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন একেক জনে ২ হাজার থেকে ২৫০০ টাকার পতাকা বিক্রি করেন বলে বিক্রেতারা জানিয়েছেন।
প্রায় ১০ ফুট লম্বা একটি চিকন বাঁশের সাথে বড় ও ছোট আকারের বেশ কয়েকটি লাল-সবুজের পতাকা বেঁধে মঙ্গলবার সকাল থেকে পৌর শহরে ঘুরে বেড়াচ্ছেন হোমায়েত মাতবার নামে এক পতাকা বিক্রেতা। তার কাঁধে ঝোলানো রয়েছে পতাকা ভর্তি ব্যাগ। মৃদু বাতাসে পতাকাগুলো উড়ছে। আর তার কাছ থেকে পতাকা কিনে নিচ্ছেন ক্রেতার। সারাদিন ঘুরে বিক্রি করতে কষ্ট হলেও গর্ববোধ করেন এই পতাকা বিক্রেতা।
স্থানীয়রা বলেন, বিজয়ের মাসে অনেকেই বাড়ির ছাদে, শিল্প-প্রতিষ্ঠানের সামনে এমনকি গাড়িতেও জাতীয় পতাকা উড়ান। ফলে বিজয়ের মাস এলেই জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। আর ১৬ ডিসেম্বরে এসব লাল-সবুজ পতাকা হাতে দেখা মেলে অসংখ্য শিশু-কিশোরদের।
বিডি প্রতিদিন/এমআই