কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসন সহযোগি হবে, কখনও প্রতিবন্ধক হবে না। আমরা আশ্বস্ত করতে চাই, জেলা প্রশাসন সবসময় ন্যায়ের পক্ষে, সুশাসনের পক্ষে থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, গুজব ও তথ্য বিকৃতির বিরুদ্ধে সাংবাদিকরা বড় ভূমিকা রাখতে পারেন। তথ্য প্রকাশের ক্ষেত্রে যাচাই করে তথ্য প্রকাশ করা জরুরী। তথ্য যদি সত্য হয় এবং তা যদি জেলা প্রশাসনের বিরুদ্ধেও যায় তা অবশ্যই প্রকাশ করবেন। আপনার কলমই হচ্ছে সত্যের পক্ষে লেখার জন্য।
সন্ধ্যায় প্রেস ক্লাবে এলে নবাগত জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাংবাদিক তোফায়েল আহমেদ, আয়াছুর রহমান, এএসএম আমিনুল ইসলাম, মোহাম্মদ হোছাইন, মুহাম্মদ আলী জিন্নাত ও আব্দুল কুদ্দুস রানা। এ সময় কক্সবাজারে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ