শিরোনাম
২২ ডিসেম্বর, ২০২২ ২০:০৪

খেলার সময় পাইপ চাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

খেলার সময় পাইপ চাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলা করার সময় পাইপের চাপায় নূপুর নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আয়শা নামে ছয় বছর বয়সী অপর এক শিশু। বৃহস্পতিবার বিকাল ৩টায় ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা এলাকায় বিক্ষোভ মিছিল করে বিচার দাবী করেছে।

এ বিষয়ে ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান জানান, গাফিলতির কারণে পাইপ গড়িয়ে পড়ে ইসদাইর বস্তির দিনমজুর মিলনের শিশু মেয়ে নূপুর নিহত হয়েছে। একই বস্তির পাঁখির শিশু মেয়ে আয়শা গুরুতর আহত হয়েছে। এটা দুঃখজনক। এর বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর