৪ জানুয়ারি, ২০২৩ ২২:৩৪

রাজশাহীর ৪২ করদাতাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর ৪২ করদাতাকে সম্মাননা
রাজশাহী কর অঞ্চলের সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। কর অঞ্চল রাজশাহীর ৫টি জেলা ও একটি সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ক্যাটাগরির ৪২ জন সর্বোচ্চ করদাতাদের হাতে বুধবার নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স সম্মাননা স্মারক ও সিআইপি কার্ড তুলে দেওয়া হয়।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়কর প্রদানকারীরা কর প্রদানের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করছেন। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আর্থিক যোগান দিতে বৈদেশিক নির্ভরতাকে কমিয়ে আনতে সহায়তা করছেন করদাতারা।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শাহীন আক্তার। কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার নূরুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপিল অঞ্চল রাজশাহীর কর কমিশনার শামীমুর রহমান, রাজশাহী চেম্বার অফ কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু। 
 
বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর