সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে ভোট দেয়াসহ সকল নেতাকর্মীকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানালেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রহুল আমিন ও জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান।
আজ শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আয়োজিত পথসভায় এই আহবায়ন জানান তারা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল আলম, সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রহুল আমিন বলেন, আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য একটি চক্র বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তাই সকল বিভ্রান্তিকে তুচ্ছ করে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।
অপরদিকে জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ বৃহৎ রাজনৈতিক দল। তাই দলের মনোনয়ন অনেকেই চাইতে পারেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতেই নৌকা তুলে দিয়েছেন তার পক্ষেই আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/এএ