নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ট্রাক চাপায় আমিনুল মিয়া (৩৫) নামের এক বালুর ট্রাকের হেল্পারের মৃত্যু হয়েছে। নদীর ১নং বালু ঘাটের দেবথৈল নামক স্থানে রবিবার (০৮ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার আমিনুল মিয়া ময়মনসিংহের কোতোয়ালি থানার আকুয়াকান্দাপাড়া গ্রামের মো.ফজলুল হকের ছেলে এবং ট্রাক চালকের ভাতিজা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চালক এবং হেল্পার ট্রাক নিয়ে দুর্গাপুর থেকে বালু নিতে আসে প্রতিনিয়ত। রবিবার বালু নিতে গেলে ডাইভরশন সড়কে ট্রাকটি বেক করে পিছনের দিকে গিয়ে ঘুরে যাওয়ার সময় হেল্পার আমিনুল পিছনে থাকায় নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আব্বাস আলী সত্যতা নিশ্চত করে জানান, ট্রাকের নিচে চাপা পড়ে কোমরের নিচের অংশ আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। আমিনুলের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ