মানিকগঞ্জের শিবালয়ে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিংগাইর উপজেলার বাস্তা এলাকার মুকছেদ আলী (৪০) এবং ঘিওর উপজেলার পাটাইকোনা এলাকার বাদশা মিয়া (৪২)।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি জানান, বিকেলে পাটুরিয়াগামী প্রাইভেটকার ঢাকাগামী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক বাদশা মিয়া নিহত হয়। পরে স্থানীয়রা গুরতর আহত অবস্থায় মুকছেদ আলীকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/শফিক