১৪ জানুয়ারি, ২০২৩ ১৮:১২

মৌলভীবাজারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা আত্মসাতের প্রতিবাদ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা আত্মসাতের প্রতিবাদ

মৌলভীবাজারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা আত্মসাতের প্রতিবাদ

মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস কেনার টাকা আত্মসাতের অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানুষের অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস কেনার টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় বইছে। নানাভাবে প্রতিবাদ জানাচ্ছেন মৌলভীবাজারবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নিয়ামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম আহমেদ, গিয়ানগর ইউনিটের সাধারণ সম্পাদক মাখনুনূর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, কালাপুর ইউনিটের সভাপতি মো. সজিবুর রহমান টিপু, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার সদর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আহমেদ রনি, সদস্য তায়েফ আহমেদ, হাবিবুল ইসলাম ও সায়েমসহ বিভিন্ন স্থরের সচেতন মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস কেনার টাকা আত্মসাতের সাথে সম্পৃক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর