জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দিনাজপুরের পার্বতীপুরে শাহজাহান আলী নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার সকালে পার্বতীপুর পৌরসভার নামাপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়।
নিহত শাহজাহান আলী(৩২) পার্বতীপুর পৌরসভার নামাপাড়া মহল্লার আবদুল হামিদের ছেলে। আহত ব্যক্তিরা হলেন শাহজাহানের ভাই শাহ আলম (৩৫), চাচাতো ভাই রবিউল ইসলাম (৩০) ও মেহেরাব আলী (৩৫)। এদিকে হামলার ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত কিবরিয়া ও তার পরিবারের সদস্যরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, পার্বতীপুর পৌরসভার নামাপাড়ায় ৪ শতক জমিকে কেন্দ্র করে গোলাম কিবরিয়ার সঙ্গে শাহজাহানের পরিবারের বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে শাহজাহান ও তার পরিবারের লোকজন তাদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শাহজাহান গুরুতর আহত হন। পরে শাহজাহানকে বাঁচাতে গেলে তার ভাই শাহ আলম, রবিউল ইসলাম ও মেহেরাব আলী হামলার শিকার হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চারজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে শাহজাহানের মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএ