সামাজিক যোগাযোগমাধ্যমে অবগত হয়ে নাছিম হোসাইন নামে ২০ বছর বয়সী এক শারীরিক ও বাক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার দিয়েছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে চেয়ারটি প্রদান করা হয়।
নাছিম উপজেলার ছনধরা ইউনিয়নের পশ্চিম বাশাটি গ্রামের আব্দুল জলিল ও নাছিমা খাতুনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় ছেলে।
নাছিমের মা জানান, প্রতিবন্ধী নাছিমের জন্য তার পরিবার দীর্ঘদিন ধরে একটি হুইল চেয়ার দাবি করে আসছিল। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেখে উপজেলা প্রশাসন এগিয়ে আসায় খুশি হয় নাছিম ও তার পরিবার।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, হত দরিদ্র ও অসহায় মানুষের উপকার করাই আমাদের কাজ। নাছিমের জন্য কিছু করতে পেরে ভাল লাগছে। তবে এটাই শেষ নয়, এ ধরনের নাছিমদের পাশে উপজেলা প্রশাসন সবসময়ই আছে এবং থাকবে।
এসময় ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্য্যন আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ এস এম আনোয়ার হোসেন ও রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই