গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ছয়টি ঘর।
মঙ্গলবার রাতে উপজেলার নিশ্চিতপুর এলাকায় আশরাফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে সাহানা বেগম নামের এক ভাড়াটিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে পুরো কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়টি কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/কালাম