বগুড়ায় ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার সকাল সোয়া ৭টায় বগুড়া সদরের ঢাকা-রংপুর মহাসড়কের ছিলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক (নি.) মো. আব্দুর রাজ্জাক জানান, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মঙ্গলবার সকালে বগুড়া শহরের ছিলিমপুর এলাকা থেকে পঞ্চগড় জেলার আমলাহার গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. শিপন ইসলাম ওরফে রিপনকে (১৯) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই (নি.) মো. আল-আচানুল কবির, মো. রুহুল আমিন, এএসআই (নি.) মো. গোলাম সারোয়ার, মো. বাচ্চু মিয়া, মো. রিপন মিয়া, মো. মানিক মিয়া, পারভেজ হোসেন ও নারী পুলিশ সেবিকা রানী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই