'তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে সোমবার বেলা ১১টায় শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ।
সনাক এর জেলা সভাপতি জেড এম ফারুকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন ডা. আহমেদ কবীর প্রমুখ। মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের তথ্য সেবা কার্যক্রম নিয়ে ৩২টি স্টল বসে।
বিডি প্রতিদিন/এএ