খাগড়াছড়ির মহালছড়িতে ৫০টি ভারতীয় কম্বলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এসআই আরাফাত বিন ইউসুফের নেতৃত্বে মহালছড়ি থানা পুলিশের একটি টিম পাহাড়িকা মহালছড়ি বাস কাউন্টার এলাকা থেকে আব্দুর রহমান (২৬) নামে এক ব্যক্তিকে ভারতীয় কম্বলসহ আটক করে।
মহালছড়ি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল হাসান খান জানান, আসামি মো. আব্দুর রহমান ভারতে তৈরি কম্বল শুল্ক ফাঁকি দিয়ে চোরা চালানের মাধ্যমে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ির পানছড়ি হয়ে মহালছড়ি নিয়ে আসার সময় আটক করা হয়। আসামির বিরুদ্ধে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/এএম