শিরোনাম
৩১ জানুয়ারি, ২০২৩ ১৫:১৩

রায়পুরে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‌‘স্বপ্নযাত্রা’ নামক অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। প্রয়োজনের মুহূর্তে স্বল্প খরচে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ সেবা চালু করা হয়।

প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এ উদ্যেগ গ্রহণ করা হয়। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সোনাপুর ও চরপাতা ইউনিয়ন পরিষদে ১৫তম ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। 

‘স্বপ্নযাত্রা’ নামের এ কার্যক্রমের মূল কারিগর লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ‘গ্রামের মানুষ শহরে গিয়ে সেবা গ্রহণ এবং মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ স্বল্প খরচে অ্যাপভিত্তিক এ অ্যাম্বুলেন্স সেবায় উপকৃত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। অটোরিক্সা বা ইজিবাইকের বদলে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ও নিরাপদে রোগিকে হাসপাতালে নিয়ে যেতে পারছেন গ্রামাঞ্চলের জনগণ।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর