গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএন্ডটি ও টঙ্গী কালিগঞ্জ সড়কে আজ বুধবার ভোররাতে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, হাসেম সরকারের ছেলে মেহেদী হাসান জয় (২০), মোঃ সুমন (১৮) ও মোঃ সাব্বির খান (২২)। পুলিশ এসময় একটি সুইচ গিয়ার, একটি বড় চাপাতি, একটি ছোট চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেন।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, কিশোর গ্যাংএর বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ