গাজীপুরের কালিয়াকৈরে একটি ওয়ার্কশপের দোকানের মালামাল লুট হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার কালামপুর দোকানপাড় এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর দোকানপাড় এলাকায় বৃহস্পতিবার রাতের কোনও এক সময় কবির হোসেনের বাবা ভান্ডারী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে চারটি গ্রেন্ডিং মেশিন,একটি ওয়েল্ডিং মেশিন, সার্ভিস তার, হোল্ডারের তার, ওয়েল্ডিং রডসহ বিভিন্ন মালামাল লুট হয়েছে।
বাবা ভান্ডারী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক কবির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে দোকানের কাজ শেষের বাড়িতে এসে পড়ি। পরে শুক্রবার সকালে গিয়ে দেখি দোকানের তালা ভেঙে মালামাল লুট হয়েছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে।
কালিয়াকৈর থানার (এসআই) রকিবুল হোসেন জানান, লুট হওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম