৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:২১

দাউদকান্দিতে ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দিতে ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

দাউদকান্দিতে ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লার মেঘনা উপজেলার পারারবন্দে এলাকায় ঐতিহ্যবাহী কুস্তি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই গ্রামে মরহুম মোস্তাক আহম্মেদের স্মরণে ১৩ বছর ধরে চলছে বার্ষিক কুস্তির এই প্রতিযোগিতা।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল ৩টা থেকে গভীর রাত পর্যন্ত চলে এ কুস্তি খেলা। খেলায় আশেপাশের কয়েকটি জেলার বিভিন্ন উপজেলার প্রায় আড়াই শতাধিক কুস্তিগীরেরা খেলোয়াড় বিভিন্ন ইভেনে অংশগ্রহণ করেন। খেলাটি শুক্রবার বিকাল ৩টার দিকে উদ্বোধন করেন, মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান মিলন সরকার। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান। খেলাটি পরিচালনা করেন রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, মনিরুজ্জামান মনির। 

এ সময় উপস্থিত ছিলেন মানিকাচর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাতেন খন্দকার, মেঘনা উপজেলা যুবলীগ নেতা সুমন মেম্বার প্রমুখ। 

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর