৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৫০

গলাচিপায় মার্কেটে আগুন, ৩ দোকান পুড়ে ছাই

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় মার্কেটে আগুন, ৩ দোকান পুড়ে ছাই

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

গলাচিপা আওয়ামী লীগ কার্যালয়ের পিছনে পৌর এলাকার তহশীল মসজিদ মার্কেটে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। 

রবিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গলাচিপার ফায়ার সার্ভিসের দুইটি টিম এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

ওই মার্কেটের আল মদিনা ক্লোথ স্টোর এর কারখানা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন গলাচিপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

প্রত্যক্ষদর্শী ও গলাচিপা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গলাচিপা পৌর এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পিছনে তহশীল মসজিদ মার্কেটে মদিনা ক্লোথ স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ওই দোকন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের স্টেশনারির দোকান  জিহাদ স্টোর, আল মদিনা ক্লোথ স্টোর, স্টেশনারির দোকান হাফিজ ব্রাদার্সে। আগুনের শিখা দেখে এলাকাবাসী ছুটে আসে এবং গলাচিপা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দুইটি টিম এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। 

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর