জয়পুরহাটে পুকুর পাড় থেকে আবুল খায়ের বাবলু (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবুল খায়ের বাবলু পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
(ওসি) জাহিদুল ইসলাম জানান, বাবলু শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। পরে আজ সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেনো তাকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট বলা যাচ্ছেনা। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।বিডি প্রতিদিন/এএ