১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৩৯

টেকনাফে ভর্তুকি মূল্যে পাওয়ার থ্রেসার বিতরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ভর্তুকি মূল্যে পাওয়ার থ্রেসার বিতরণ

কক্সবাজারের টেকনাফে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষিবান্ধব সরকারের দিকনির্দেশনা মোতাবেক সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষাণীদের মাঝে ধান মাড়াইকরণ যন্ত্র পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের ঢালার মুখের বাসিন্দা কৃষাণী ফাতুমা খাতুন ও হোয়াইকং ইউনিয়নের চাকমা পাড়ার কৃষাণী তাইমি চাকমাকে এ পাওয়ার থ্রেসার প্রদান করা হয়।

টেকনাফ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মীগণ, উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর