কক্সবাজারের টেকনাফে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষিবান্ধব সরকারের দিকনির্দেশনা মোতাবেক সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষাণীদের মাঝে ধান মাড়াইকরণ যন্ত্র পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের ঢালার মুখের বাসিন্দা কৃষাণী ফাতুমা খাতুন ও হোয়াইকং ইউনিয়নের চাকমা পাড়ার কৃষাণী তাইমি চাকমাকে এ পাওয়ার থ্রেসার প্রদান করা হয়।
টেকনাফ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মীগণ, উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ