১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৪১

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে
গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ সুমন মিয়া নামের (৩৫) এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। রবিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গার হাটিকুমরুল রোডের খান আবাসিক হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বি-বাড়িয়া সদর থানার দক্ষিণ পৈরতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খান হোটেলের সামনে অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় গাঁজা সরবরাহ করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর