বগুড়ার শেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জান্নাতুল ফেরদৌস ওরফে হৃদয় (২৭) নামে এক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুই শ্রমিক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার সুঘাট ইউনিয়নের সুঘাট গ্রামের হাফিজুর রহমানের ছেলে জান্নাতুল ফেরদৌস হৃদয়, পাশের ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন, হলদিবাড়ী গ্রামের শাহীন আলম। এরমধ্যে জান্নাতুল ফেরদৌস হৃদয়ের বাম পা হাটু থেকে ছিড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম