আগামী শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যাবেন। সেখান থেকে শনিবার তিনি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি (টিটি) উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে পুরো কোটালীপাড়া উপজেলা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণির মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে এক নজর দেখা ও তার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় বাস্তবায়িত ৪০ প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকেল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।
জনসভাস্থলের প্রস্তুতি দেখতে বুধবার বিকালে সাড়ে ৫ টায় জনসভার প্রধান সমন্বয়ক শেখ হেলালউদ্দিন এমপি মাঠ পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন। শেখ হেলালউদ্দিন বলেন, জনসভায় গোপালগঞ্জ জেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ হবে। এ সময় আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী আকরামউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লাহ খন্দকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল