বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে বাউবি শিক্ষক সমিতির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তার বক্তব্যের শুরুতে ভাষা আন্দোলনে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী ও আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপাচার্য তার বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষার আত্ম-মর্যাদা নিয়ে বেঁচে আছি। পৃথিবীর অনেক ভাষা হারিয়ে যাচ্ছে, প্রত্যেক ভাষা ও জাতিসত্তা যাতে টিকে থাকে সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা প্রয়োজন।
আলোচক অধ্যাপক ড. সোয়াইব আহমেদ (ড. শোয়াইব জিবরান) বলেন, ভাষা একটি প্রতিকী যার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি। তিনি বাংলা ভাষার ইতিহাস, ভাষা আন্দোলনের পটভূমি ও শিক্ষায় ভাষার প্রভাবের কথা তুলে ধরেন। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল স্বপ্ন ছিলো একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।
আলোচক অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম (জাহাঙ্গীর হোসেন জাহিদ) ভাষা আন্দোলনের ধারা বাহিক ইতিহাস ও রাষ্ট্র ভাষা আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর আত্মজীবনীর আলোকে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ও বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেন। তিনি রাষ্ট্রীয় সকল পর্যায়ে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. জেবউননেছা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুস সাত্তার।
বিডি প্রতিদিন/এএ