গাইবান্ধার সাঘাটা উপজেলার ১৫ নাশকতা মামলার আসামি শিবির নেতা রশিদুল ইসলাম রানাকে (৩০) নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রশিদুল ইসলাম রানা উপজেলার ছিলমানের পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি বগুড়া জেলা ছাত্র শিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, রশিদুল ইসলাম রানার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে ১৫টি নাশকতা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে বিকেলে তাকে নওগাঁ জেলার মহাদেবপুর থেকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাকে নিয়ে সাঘাটা থানায় এসে পৌঁছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রশিদুল ইসলাম রানাকে গাইবান্ধা আদালতে হাজির করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ