কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল স্টেশনে টাস্কফোর্স অভিযান করে তিনজনকে আটক করেছে। বুধবার বিকেলে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে চোরাচালানের মালামাল তোলার সময় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত তিনজন হলেন- হাজেরা বেগম (৫৫), পারুল আক্তার (৬০), আমেনা বেগম (৫০)। এছাড়া শশীদলের মানরা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ খলিলুর রহমান (৫৫) নামে একজনকে আটক করা হয়।
অভিযানে ব্রাহ্মণপাড়ার সহকারী কমিশনার (ভূমি), জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
বুধবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, আটককৃতরা হাজতে আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম