হবিগঞ্জের মাধবপুরে চুরি হয়ে যাওয়া গরু উদ্ধার করতে গিয়ে গাড়ি চাপায় প্রাণ গেল জুবায়ের আহমেদ (২৩) নামে এক যুবকের। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ছাতিয়াইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের আহমেদ একই উপজেলার খড়কি গ্রামের খলিলুর রহমানের ছেলে। সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, খড়কি গ্রামের আসকির মিয়ার গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় একদল চোর। এসময় গ্রামের কয়েকজন লোক একটি পিকআপযোগে চোরাই গরু নিয়ে যাওয়া হচ্ছে এমন দৃশ্য দেখতে পেয়ে পিকআপটিকে ধাওয়া করে। এক পর্যায়ে পিকআপটি ছাতিয়াইন এলাকায় পৌঁছলে চোরেরা পিকআপসহ গরু রেখেই পালিয়ে যায়। পরে স্থানীয়রা গাড়িসহ গরুভর্তি পিকআপটি নিয়ে আসতে চাইলে অসাবধানতাবশত পিকআপের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় জুবায়ের। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। চোরাই কাজে ব্যবহৃত মিনি পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চোরদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম