লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছর বয়সী কিশোর রাসেল হোসেন হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে বুধবার রাতেই আওয়ামী লীগের ওই নেতার কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর মধ্যে ঘটনার পর আটককৃত রাহুলসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগের দিন বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট বাজারে ওই কিশোরের পেটে ছুরিকাঘাত করেন অভিযুক্তরা। এতে মিয়ারহাট এলাকা দু’ঘন্টাব্যাপী দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাহুলসহ পাঁচজনকে আটক করে।
রায়পুর থানা পুলিশ উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট বাজারে থাকা রাহুলের আস্তানা থেকে তিনটি ধারাল ছোরা, একটি রামদা, একটি চাপাতি, তিনটি চাকু এবং তিনটি খেলনা পিস্তল উদ্ধার করে। রাতে নিহত রাসেলের মা ফাতেমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়। নিহত রাসেল মিয়ারহাট এলাকার মনির হোসেনের ছেলে।
গ্রেপ্তার রাহুল উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। অন্য গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার পূর্ব নন্দনপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মো. সোহাগ, রায়পুরের চরল²ী গ্রামের মৃত ইউসুফ কারীর ছেলে ফারুক কারী ও চরকাছিয়া গ্রামের মানিক শিকদারের ছেলে সুমন শিকদার। তারা রাহুলের অনুসারী হিসেবে পরিচিত।
এজাহারে নিহতের মা ফাতেমা বেগম উল্লেখ করেন, তার স্বামী মনির চরের জমিতে ফসল চাষাবাদ করেন। তবে সেই জমির ফলল জোরপূর্বক কেটে নেন আওয়ামী লীগ নেতা রাহুল। এ নিষয়ে তার স্বামী প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বুধবার সকালে নিহত রাসেল চাষাবাদকৃত সেই জমি দেখাশোনা করতে ঘর থেকে বের হয়। পথে মাছঘাটে পৌঁছালে রাহুল তার লোকজন নিয়ে ধারাল অস্ত্র দিয়ে রাসেল ও তার বাবা মনির হোসেনের ওপর হামলা করেন। হামলাকারীরা রাসেলের পেটে ধারাল চাকু ঢুকিয়ে দিলে সে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন রাসেলকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম