কক্সবাজারের টেকনাফে বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পযর্ন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়েছে। এ অভিযানে নেতৃত্বদেন মৎস্য বিভাগের টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বাহারছড়া কোস্টগার্ডের চীফ পেটি অফিসার মোস্তফা কামাল।
এ বিষয়ে টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এএম