গাজীপুরের শ্রীপুরে একটি বসতঘর থেকে উজ্জল নামের এক সিএনজি চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের প্রশিকা মোড় এলাকার নইমুল ইসলাম সজিবের ভাড়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উজ্জল ময়মনসিংহ জেলার পাগলা থানার লঙ্গাইর ইউনিয়নের কাজা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। উজ্জল একাই শ্রীপুরের ওই বাড়িতে ভাড়া থেকে সিএনজি অটোরিকশা চালাতো।
বাড়ির মালিক নঈমুল ইসলাম সজিব জানান, তার ভাড়া দেয়া বাড়িতে উজ্জল একটি কক্ষে চার-পাঁচ বছর যাবত ভাড়ায় বসবাস করছে। বৃহস্পতিবার বিকেলে তার ঘর থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি আমাকে জানায়। এবিষয়ে পুলিশে খবর দিলে শ্রীপুর থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের সামান্য দূরে এক ব্যাগ থেকে কয়েক পুটলা গাঁজা উদ্ধার করা হয়েছে। নিহতের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন পাশেই ছিল। মোবাইলের কল লিস্টে দেখা যায় সোমবার রাত সাড়ে ৯টায় একটি নাম্বারে সর্বশেষ ১৭ সেকেন্ডে কথা বলেছে। ধারণা করা হচ্ছে ওই রাতের কোন একসময় তার মৃত্যু হয়েছে। তবে মরদেহে পচন ধরায় এটা হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। শরীরে কোন আঘাতের চিহ্নও বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ