কুমিল্লা মুরাদনগর উপজেলার কামাল্লা উত্তরপাড়ায় অগ্নিকাণ্ডে একটি ঘরের তিনটি গরু ও পাশের দোকানঘর পুড়ে ছাই। পুড়ে যাওয়া গরু জড়িয়ে কাঁদতে দেখা যায় কৃষক শহীদ মিয়াকে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ে। শহীদ মিয়া ওই গ্রামের মৃত সুবহান মিয়ার ছেলে।
কৃষক শহীদ মিয়া বলেন, বুধবার রাত প্রায় সাড়ে ৪টার দিকে আগুন দেখেন। অনেক চেষ্টা করেও গরুগুলো উদ্ধার করতে পারেননি। এনজিও থেকে টাকা তুলে গরুগুলো কিনেছিলেন। আগুন তাকে নিঃস্ব করে দিয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, ক্ষতির পরিমাণ নিরুপণ করে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর থেকে তাকে সহায়তা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম