ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি বেসরকারি হাসপাতাল থেকে ইয়াছিন আরাফাত আবিদ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তরুণ জেলা শহরের পশ্চিম পাইকপাড়ার ট্যাংকেরপাড় এলাকার হেলাল মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, উপজেলার একটি বেসরকারি হাসপাতালে মরদেহের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ইয়াছিন আরাফাত আবিদ নামের ওই যুবকের মরদেহ মেলে। হাসপাতালে মরদেহের সাথে তৃষা নামের এক তরুণী ছিল। ওই তরুণী পুলিশকে জানায়, আবিদের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার তারা পরিবারের অজান্তে বিয়ে করে পরিচিত এক বাসায় আশ্রয়ে ছিল। বৃহস্পতিবার সকালের পর তৃষা টয়লেট থেকে এসে দেখে আবিদ আত্মহত্যা করেছে। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। রিপোর্ট আসলে বলা যাবে, তার মৃত্যু কিভাবে হয়েছে। তৃষাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
আবিদের চাচা জাকির হোসেন বলেন, আবিদ বুধবার সকালে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বাসা থেকে বের হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার খবর পাওয়া যায়, আশুগঞ্জের একটি হাসপাতালে আবিদ মারা গেছে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি, আবিদের মরদেহের পাশে একটি মেয়ে বসা। মেয়েটি জানায়, সে আবিদের স্ত্রী এবং মৃত অবস্থায় আবিদের লাশ হাসপাতালে নিয়ে এসেছে। সে আরও জানায়, আবিদ আত্মহত্যা করেছে। মেয়েটির কথা অনুযায়ী, যে বাসায় তারা ছিল সেখানে আমরা যাই। সেখানে গিয়ে দেখি, ফাঁসিতে ঝোলার মতো ঘরে কিছুই নেই, শুধু দুইটি জানালা ছিল। আমরা ধারণা করছি, আবিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল