কুমিল্লার লাকসাম পৌরসভার শ্রীপুর এলাকায় আলহাজ মোজাফ্ফর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে মা-শিশু ও গাইনিসহ অর্ধশত রোগীকে চিকিৎসা প্রদান করেন ঢাকা নারী মৈত্রী নগর মাতৃসদন হাসপাতালের মেডিকেল অফিসার, ডায়াবেটিক বিশেষজ্ঞ ও জেনারেল ফিজিশিয়ান ডাক্তার আসমা ইয়াসমীন।
ফ্রি ক্যাম্পের তত্ত্বাবধায়ক আলহাজ মোজাফ্ফর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ আবদুর রশিদ জানান, আলহাজ মোজাফ্ফর আলী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি সমাজের অবহেলিত, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সেবা প্রদান করে আসছে।
এ ফাউন্ডেশন বেকারত্ব দূরীকরণ, নারী শিক্ষা উন্নয়ন, ধর্মীয় শিক্ষা উন্নয়ন, মা ও শিশু স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, সরকারি সুবিধা বঞ্চিত নারী ও পুরুষদের বিনামূল্যে খাদ্যের উপকরণ দিয়ে প্রদানে সহযোগিতা প্রদান করে আসছে। সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে শুক্রবার শ্রীপুর হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল