চুয়াডাঙ্গার দর্শনা শহরের প্রাণকেন্দ্র দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ড সংলগ্ন একটি মুদি দোকানের দেয়াল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ৭০ হাজার টাকা, ভোজ্যতেল, সিগারেটসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানী।
শুক্রবার ভোররাতে দর্শনা পুরাতন বাজার রেলগেটের আনিস স্টোরে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশের দল।
পুলিশ জানান, খবর পেয়ে বেশ কিছু আলমত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল