চুয়াডাঙ্গার দর্শনায় শিক্ষার মান উন্নয়নে স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় দর্শনা অডিটোরিয়াম চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল