ময়মনসিংহের ফুলপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের দ্বিতীয় তলায় এ সভা শুরু হয়।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এটি বাস্তবায়ন করে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াঙ্কা পোদ্দার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুল হাসান, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. মোস্তফা সারোয়ার, আজহার পোল্ট্রি খামারের প্রোপ্রাইটর মাওলানা আজহারুল ইসলাম দুলাল, বিগব্যাংগ ডেইরি ফার্মের মালিক প্রফেসর জহিরুল হক বাসন, স্টার ডেইরি ফার্মের মালিক এমদাদুল হক, হাসান ডেইরি ফার্মের মালিক আশরাফুল ইসলাম, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।সভায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩ -এর বিভিন্ন কর্মসূচি ও প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পর্কিত বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বিডি প্রতিদিন/এমআই