২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:২৬

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের মূলহোতাসহ ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর মহল্লার মো. রায়হান আলী (২৮), একই মহল্লার মো. ফজর শেখ (১৯), কল্যাণপাড়ার মোঃ নাহিদ হাসান (২৬) ও লাখেরাজপাড়ার মোঃ রাতুল ইসলাম (২০)। 

শুক্রবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলাহাট এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ক্ষুর, প্লাস্টিকের হাতলযুক্ত ১টি ফোল্ডিং চাকু ও গাঁজা উদ্ধার করা হয়। 

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর