৪ মার্চ, ২০২৩ ১২:৫৫

খুলনায় সাত দিনের জন্য চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সাত দিনের জন্য চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

খুলনায় শর্তসাপেক্ষে সাত দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন চিকিৎসকরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা বিএমএ ভবনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে রুদ্ধদ্বার বৈঠকের পর এই ঘোষণা দেন চিকিৎসক নেতারা।

বিএমএ খুলনার নেতারা বলেন, সাত দিনের মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল খুলনায় চিকিৎসক নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক করেন।
 
জানা যায়, খুলনা আবু নাসের হাসপাতালের চিকিৎসক ডা. নিশাত আবদুল্লাহকে মারধর, লাঞ্ছিত ও অপারেশন থিয়েটার ভাংচুরের ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই কে গ্রেফতারের দাবিতে ১ মার্চ থেকে খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা।
 
বিএমএ নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের সাথে বৈঠকের পর অভিযুক্তরা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তারপরও পাল্টাপালি মামলা রয়েছে দু’পক্ষের। তবে সব বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য চিকিৎসকরা সাত দিনের জন্য কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্তে ঐক্যমত দিয়েছেন।’
 
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে অভিযুক্ত পুলিশের এএসআইকে সাত দিনের মধ্যে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনার আশ্বাসের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মবিরতি স্থগিত করা হয়েছে বলে জানান বিএমএ খুলনার সভাপতি শেখ ডা. বাহারুল আলম। তিনি বলেন, ‘চিকিৎসকদের আন্দোলনের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যমত ঘোষণা করেছেন। সাত দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হলে পুনরায় কর্মসূচি দেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘শনিবার সন্ধ্যায় বিএমএ’র কার্যকরী পরিষদের বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
 
উল্লেখ্য, গত ২৫ মার্চ খুলনার শেখপাড়ায় হক নার্সিং হোমে ডা. নিশাত আব্দুল্লাহকে মারধর ও অপারেশন থিয়েটার ভাংচুর করা হয়। এ ঘটনায় তিনি সোনাডাঙ্গা থানায় মামলা করেন।
 
অপরদিকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী তার শিশু কন্যাকে জিম্মি করে তাকে শ্লীলতহানির অভিযোগে ডা. নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে পাল্টা মামরা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর