নিখোঁজের ৪দিন পর দিনাজপুরের বীরগঞ্জে ঈশান (২) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর ৫টায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউপির ভুষিবন্দর গ্রামের বাড়ির পাশের গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত ১ মার্চ শিশু ঈশান নিখোঁজ হয়। শিশু ঈশান (২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভুষিবন্দর গ্রামের গপেন চন্দ্র রায়ের ছেলে।
শিবরামপুর ইউপির ১নং ওয়ার্ডের ইউপি সদস্য যাদব অধিকারী ও নিহতের স্বজনরা জানায়, গত ১মার্চ শিশু ঈশান নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজি করেও কোথাও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে শিশুটির পিতা গপেন চন্দ্র রায় বীরগঞ্জ থানায় সাধারণ ডাইরি করেন এবং মাইকিং এর মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়েও ব্যর্থ হন। ভোর ৫টার দিকে বাড়ির পাশে একটি গর্তে অর্ধগলিত অবস্থায় শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) মঈনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ঈশানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত রিপোর্ট শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম