৫ মার্চ, ২০২৩ ১৮:৩৬

বগুড়ায় অভিমান করে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় অভিমান করে কিশোরের আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জে মায়ের সঙ্গে অভিমানে গলায় ফাঁস দিয়ে সুমন মিয়া (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। রবিবার দুপুর ১টায় উপজেলার মোকামতলা ইউনিয়নের সাতানা উত্তরপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে সুমন নিজ বাড়ির শয়নকক্ষে ফাঁস দেয়। পরে তার নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

শিবগঞ্জ এর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, সুমন মিয়ার পরিবার অর্থিকভাবে অস্বচ্ছল। এজন্য সে ভ্যান চালিয়ে পরিবাকে সহযোগিতা করতো। দীর্ঘদিন কাজ না করে বাড়িতে বসে থাকায় শনিবার রাতে মা সুলতানা বেগমের সাথে সুমনের কথা কাটাকাটি হয়। রোববার বেলা হওয়ার পরও ঘরের বাহিরে না আসায় পরিবারের সদস্যরা গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে সুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিজ ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর  করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়েরে  হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর