বগুড়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। রবিবার বিকেলে বগুড়া শহরে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিকালে উদ্বোধন হলেও সকাল থেকে এই মেলায় সাধারণ দর্শনার্থীদের ভিড় ছিল।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দীনেশ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আশরাফুল মোমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন, নাসিব সভাপতি টি জামান নিকেতা, বিসিক বগুড়ার ডিজিএম একেএম মাহফুজুর রহমান। ৫০টি স্টল নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক বগুড়া জেলা কার্যালয় মেলার আয়োজন করেছে।
বগুড়াসহ আশেপাশের জেলার উদ্যোক্তাগণ মেলায় তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় স্টল সাজিয়েছে। আগামী ১৪ মার্চ পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
বিডি প্রতিদিন/এএম