নড়াইলের কালিয়ায় ট্রলির ধাক্কায় তবিবুর রহমান তোতা (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত তবিবুর রহমান উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রুস্তম মোল্যার ছেলে। রবিবার সকালে পৌরসভার ছোটকালিয়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কালিয়া পৌরসভার ছোটকালিয়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে তিনি দুর্ঘটনায় পতিত হন। স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রলিটি আটক করেছে। ট্রলির ড্রাইভার পলাতক রয়েছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ট্রলিটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এএম