অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, মেয়াদ ও মূল্য উল্লেখ না করায় ভাই ভাই মুড়ি ফ্যাক্টরিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি তিনদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। রবিবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ আদেশ দেন অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সহকারী পরিচালক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন করায় ইতিপূর্বে মেসার্স সরকার ট্রেডার্সের ভাই ভাই মুড়ি ফ্যাক্টরিকে সতর্ক করা হয়। রবিবার একই অপরাধ পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিক নাজমুস সাকিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ৩ দিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ