যুক্তরাজ্যের স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মোজাম্মেল হক ও আইরিন গ্রাহাম, প্রকল্প পরিচালক, সি ই আই, ইউকে এবং কানাডার অন্টারিও হাম্বার কলেজের মাইক্রোসফট ট্রেইনার কারেন নায়ার রবিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্টার ড. মহা: শফিকুল আলমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে প্রো-উপাচার্য দেশের বৃহৎ দূরশিক্ষণ পদ্ধতির এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাকার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম ক্যাম্পাস, মিডিয়া সেন্টার, মকভিলেজ, রাসেল স্কয়ার ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ভ্রমণকারীদল তাদের প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্ব প্রোগ্রাম বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন। বাউবির তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ ফ ম মেজবাহ উদ্দিন রবিবার সন্ধ্যায় এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/এএ