খাগড়াছড়িতে কমলছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে সচেতন নাগরিক কমিটির (সনাক) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কমলছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাকের সহ-সভাপতি বেলা রাণী দাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলছড়ি ইউনিয়ন চেয়ারম্যান সুনীল চাকমা।
আরও বক্তব্য রাখেন এপিআই কিরণ চাকমা, ইউনিয়ন পরিষদ সদস্য বিমল চাকমা, টিআইবি এরিয়া ম্যানেজার আব্দুর রহমান, সনাক সদস্য মো. জহুরুল আলম ও পারভীন আক্তার।
বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হলে পর্যাপ্ত চিকিৎসক প্রয়োজন। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়া সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই